Home » , » মাইক্রোসফট উইন্ডোজ-৮ বা সর্বশেষ উইন্ডোজ-১০ সংস্করণে ডিলিট কনফার্মেশন ডায়লগ বক্স সক্রিয় করে নিন

মাইক্রোসফট উইন্ডোজ-৮ বা সর্বশেষ উইন্ডোজ-১০ সংস্করণে ডিলিট কনফার্মেশন ডায়লগ বক্স সক্রিয় করে নিন







মাইক্রোসফট উইন্ডোজ-৮ বা সর্বশেষ উইন্ডোজ-১০ সংস্করণে ডিলিট কনফার্মেশন ডায়লগ বক্স সক্রিয় করে নিন

আপনি হয়তো আপনার কম্পিউটারে মাইক্রোসফট উইন্ডোজ-৮ বা সর্বশেষ সংস্করণ উইন্ডোজ-১০  ইনস্টল করেছেন। তাহলে  লক্ষ্য করে দেখবেন যে,  উইন্ডোজ-৮ বা উইন্ডোজ-১০ সংস্করণে ডিফল্ট সেটিংস হিসেবে কোন ফাইল বা ফোল্ডার ডিলিট করার সময় ডিলিট কনফার্মেশন সংক্রান্ত ডায়লগ বক্স স্ক্রীনে প্রদর্শিত হচ্ছে না।
যেটা উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ-৭ সংস্করণে ডিলিট কনফার্মেশন সংক্রান্ত ডায়লগ বক্স স্ক্রীনে প্রদর্শিত হতো। আপনি চাইলেই আপনার উইন্ডোজ-৮ বা উইন্ডোজ-১০ সংস্করণেও ফাইল বা ফোল্ডার ডিলিট করার এই ডিলিট কনফার্মেশন সংক্রান্ত ডায়লগ বক্স স্ক্রীনে প্রদর্শিত করতে পারবেন।


















যেভাবে করবেন:

উইন্ডোজ-৮ বা উইন্ডোজ-১০ সংস্করণে ডিলিট কনফার্মেশন সংক্রান্ত ডায়লগ বক্স সক্রিয় করার জন্য নিচের পদ্ধতিগুলো লক্ষ্য করুন।

প্রথম ধাপ:

আপনার কম্পিউটারের ডেস্কটপে থাকা রিসাইকেল বিন আইকন সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রোপারটিস অপশন চালু করুন।






দ্বিতীয় ধাপ :

রিসাইকেল বিন প্রোপারটিস চালু হলে নিচের “ডিসপ্লে ডিলিট কনফার্মেশন ডায়লগ” ঠিক মার্ক করে অ্যাপ্লাই এবং ওকে বাটনে ক্লিক করুন।
 
























এবার আপনার কম্পিউটার থেকে কোন ফাইল বা ফোল্ডার ডিলিট করতে চেষ্টা করুন লক্ষ্য করে দেখবেন যে, ডিলিট কনফার্মেশন সংক্রান্ত ডায়লগ বক্স স্ক্রীনে প্রদর্শিত হচ্ছে।
Share this article :

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2015. T2 Tech 24 BD
Blogger Templates